

বান্দরবান-কেরানীহাট সড়কে পৃথক সড়ক দূর্ঘটনায় একজন ট্রাক ড্রাইভার ও একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন,আহত হয়েছে দুইজন।বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সড়কটির মনুরটেক ও বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক এঘটনা ঘটে।
নিহত শামসুল মিয়া (৩৯) ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার হাসেম আলীর ছেলে।অপরজন মোটরসাইকেল আরোহী হোসেন মিয়া (৫০) সদর উপজেলার গোয়ালীয়াখোলা এলাকার মৃত নজির আহম্মদের ছেলে।এসময় একই মোটরসাইকেলে থাকা তানভির হোসেন (২৭) ও আব্দুর রশিদ (২২) আহত হয়,তাদের কেরানি হাট এর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়,সকালে জামালপুর থেকে চিনি বহনকারী একটি ট্রাক বান্দরবান প্রবেশের পথে বান্দরবান-কেরানিহাট সড়কের মানুরটেক নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি উল্টে গিয়ে দূর্ঘটনা কবলিত হয়।এসময় ট্রাকটির নিচে চাপা পড়ে শামসুল মিয়া।পরে পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাকে সদর হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে বান্দরবান বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।এসময় বিপরীতগামী একটি মটরসাইকেলের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী হোসেন মিয়াসহ আরও দুই জন।পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।ঘটনার পর বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থল গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করেন এবং নিহত দুইজনের লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল এর মর্গে নিয়ে যায়।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান,বান্দরবান কেরানিহাট সড়কে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।