নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী “তারুন্যের উৎসব-২০২৫” উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে সমাপ্ত হলো জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) বালক ও বালিকা দলের ফুটবল প্রতিযোগিত।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জেলা প্রশাসক বলেন,খেলাধূলার পাশাপাশি পড়াশোনার প্রতিও শিক্ষার্থীদের গভীরভাবে মনযোগী হতে হবে।একই সাথে খেলাধূলাও চালিয়ে নিতে হবে।একমাত্র ক্রীড়াই পারে আমাদের সন্তানদের মাদকসহ সকল অপকর্ম থেকে দূরে রাখতে। পুরষ্কার বিতরন অনুষ্ঠানে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এস মঞ্জুরুল হক এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিমসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্র্রনিক মিডিয়ার সাংবাদিক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় বালক বিভাগে বান্দরবান পৌরসভা ফুটবল দল ১-০ গোলে রুমা উপজেলা ফুটবল দলকে পরাজিত করে এবারকার আসরে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।অন্যদিকে বালিকা বিভাগে বান্দরবান পৌরসভা ফুটবল দল ২-০ গোলে থানচি উপজেলা ফুটবল দলকে পরাজিত করে।এবারে ফুটবল টুর্নামেন্ট এ বান্দরবান জেলার ৭টি উপজেলা ও ১টি পৌরসভার মোট ১৬টি দল অংশগ্রহণ করে।