বান্দরবান সেনা রিজিয়নের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় উপজেলা ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট-২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।শনিবার (১লা ফেব্রুয়ারী) বিকালে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত উপজেলা ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান।
এসময় তিনি বলেন,প্রানবন্তভাবে জেলার ৭ টি উপজেলা থেকে ভলিবল খেলোয়াড়েরা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।যদিও প্রতিটি টিমেই হায়ার খেলোয়াড় ছিলো তবে আগামীতে যেনো আমরা নিজেদের স্থানীয় খেলোয়াড়দের নিয়েই অংশগ্রহণ করতে পারি এমনটাই আমাদের প্রত্যাশা থাকবে।টুর্নামেন্টের মাধ্যমে উপজেলাগুলো থেকে নতুন উদিয়মাদ খেলোয়াড় সৃষ্টি হবে।আগামীতেও খেলাধুলা ও ক্রীড়ার উন্নয়নে সেনা জোনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে এমনটাও প্রত্যয় জানিয়েছেন জোন কমান্ডার লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান।
এবারের টুর্নামেন্টে জেলার ৭ টি উপজেলা হতে ৯ টি পুরুষ ভলিবল দল ও ২ টি নারী ভলিবল দল অংশগ্রহণ করে।টুর্নামেন্টের পুরুষ বিভাগ এর ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বীতায় আলীকদম উপজেলা থেকে আগত দুরন্ত চৌমুহনী ভলিবল দল চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।এতে লাইমি পাড়া ভলিবল দল রানারআপ হয়।
নারী বিভাগ এর ফাইনালে বান্দরবান জেলা পুলিশ মহিলা দল ২-১ সেটে সদর উপজেলা মহিলা দল কে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ,রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা,মো.সাইফুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন হেডম্যান,কারবারিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।