শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৭ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৭ : পূর্বাহ্ণ 8 Views

“শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক জেলা পর্যায়ে মতবিনিময় সভা বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবান জেলা তথ্য অফিস আয়োজিত এবং ইউনিসেফ এর সহযোগিতায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে রবিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

বান্দরবান জেলা তথ্য অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য এডভোকেট আবুল কালাম,সদস্য ম্যা ম্যা নু,সদস্য খুরশিদা ইসহাকসহ সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি ইমাম,ভান্তে,পুরোহিত সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা সভায় অংশগ্রহন করেন।

জেলা তথ্য অফিস জানিয়েছে,শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে ইউনিসেফ, বাংলাদেশ সহযোগিতায় আয়োজিত এডভোকেসি সভাটি অনুষ্ঠি হয়।প্রধান অতিথি বলেন,শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব ব্যাধি প্রতিরোধে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে এবং শিশুদেরকে আদর যত্নের মাধ্যমে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হবে।এসময় তিনি শিশু সহিংসতা সংক্রান্ত ঘটনায় ১০৯৮ হটলাইন নাম্বারটি তে ফোন করার আহবান জানান।

সভায় বক্তারা বলেন,বাল্যবিবাহের ফলে অল্প বয়সেই গর্ভধারণ করে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় কিশোরীদের।বেশিরভাগ সময় পুষ্টিহীনতায় ভুগতে থাকে মা ও শিশু দুজনই।তাই বাল্যবিবাহের সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন সচেতনতা। এসময় বক্তারা শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!