“পর্যটন শান্তির সোপান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।দিবসটি উপলক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পর্যটন করপোরেশন,পর্যটন মোটেল বান্দরবানের আয়োজনে এবং জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একইস্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এসময় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল আলম,সহকারী পুলিশ সুপার মো.জুনায়েদ জাহেদী,পার্বত্য জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী লেলিন চাকমা,ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গীর আলম,পর্যটন মোটেল এর ইউনিট ব্যবস্থাপক মোহাম্মদ সোয়েবসহ জেলার পর্যটন ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পার্বত্য এলাকার পর্যটন শিল্পের উন্নয়নে বিভিন্ন মতামত প্রদান করেন এবং বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।