অশ্রুশিক্ত ভালোবাসায় শিক্ত হয়ে বিদায় সংবর্ধনা নিলেন এনডিসি হুসাইন মো:আল-মুজাহিদ


প্রকাশের সময় :২৩ আগস্ট, ২০১৭ ১০:৫৬ : অপরাহ্ণ 674 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-অশ্রুশিক্ত ভালোবাসায় বিদায়ী সংবর্ধনায় সিক্ত হলেন বান্দরবানের সকলের পরিচিত প্রিয়মুখ ও সদা হাস্যোজ্জ্বল এবং সাংবাদিক বান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত বান্দরবান জেলা প্রশাসনের (নেজারত ডেপুটি কালেক্টর) হুসাইন মো:আল-মুজাহিদ।গত শনিবার (১৯আগস্ট) সন্ধ্যায় জেলার এক অভিজাত রেস্টুরেন্টে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেন বান্দরবান জেলায় শিশু-কিশোরদের নিয়ে কাজ করা সংগঠন ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’।সংগঠনের জেলা সভাপতি রাজু বড়ুয়া জেলা প্রশাসনের বিদায়ী কর্মকর্তা হোসাইন মোঃআল-মুজাহিদ এর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দিয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুভ সুচনা করেন।এসময় সংগঠনের অন্যান্য সদস্যরাও বিদায়ী এই কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপহার সামগ্রী তুলে দেন।সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা নাজিম উদ্দীন,বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন বাবলুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।সংবর্ধনা অনুষ্ঠানে বান্দরবানের পর্যটন শিল্পের অগ্রযাত্রায় নিরলসভাবে কাজ করার কথা স্মরণ করে রাজু বড়ুয়া বলেন, ‘সদা হাস্যোজ্জ্বল এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) জনাব হোসাইন মোঃআল- মুজাহিদ বান্দরবানের সৌন্দর্যকে নতুনভাবে একটি ভিন্ন মাত্রায় উপস্থাপন করেছেন।বান্দরবানের সৌন্দর্য্য বৃদ্ধিতে তাঁর ভুমিকা দেখে আমরা অভিভূত।প্রশাসনের দাপ্তরিক কাজের বাইরেও যেকোনও বিষয়ে তিনি আমাদের সহযোগিতা করতেন এবং বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য সারাদেশে ছড়িয়ে দিতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন।বান্দরবান কে তিনি এতটাই আপন করে নিয়েছিলেন যে,মনে হতো তিনি এই জেলার স্থানীয় কোনও ব্যাক্তি বিশেষ।আমি আমার সংগঠনের পক্ষ থেকে উনার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করছি।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিদায়ী নেজারত ডেপুটি কালেক্টর হোসাইন মোঃআল-মুজাহিদ বলেন,বান্দরবানের জেলা প্রশাসক মহোদয়ের উৎসাহ,সহায়তা এবং ঐকান্তিক প্রচেষ্টায় ঘন সবুজের জঙ্গলকে নীল দিগন্তে রুপান্তরিত করেছি।স্থানীয় জনগোষ্ঠীর ভালোবাসা ও আন্তরিকতা ছিলো বলে বান্দরবানের পর্যটন নিয়ে অনেক কাজ করার সুযোগ পেয়েছি;তবে সবচেয়ে বড় কথা হলো সকলের প্রচেষ্টা ও বান্দরবানের মানুষের ভালবাসার কারণে এসব উন্নয়ন কাজ আমার পক্ষে করা সম্ভব হয়েছে।আপনাদের ভালোবাসা,উৎসাহ,উদ্দীপনা আমাকে নতুন নতুন কাজ হাতে নিতে বিরাট ভূমিকা রেখেছে।বান্দরবান এর কর্মস্থল থেকে বদলি নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।বান্দরবান জেলা ত্যাগ করলেও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান পার্বত্য জেলা এবং এই জেলার মানুষরা আমার হ্নদয় গভীরে গেথে থাকবে বহুকাল।জানা যায়,৩১তম বিসিএস’র (প্রশাসন) ক্যাডার নিযুক্ত হয়ে গত ২০১৩ সালের ২০ জানুয়ারী বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে তাঁর কর্মজীবনের সূচনা।বান্দরবানে আগমন করে জেলা প্রশাসনের (এনডিসি) নিযুক্ত হবার পর থেকে জেলার পর্যটন স্পট সমুহের সৌন্দর্য্য বৃদ্ধি এবং পর্যটকদের বান্দরবানমুখী করার জন্য তিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন।দীর্ঘদিনের চাকরি সুত্রে জেলার সর্বস্তরের মানুষের সাথে তার একটি সুন্দর সর্ম্পক গড়ে ওঠে।তার অক্লান্ত পরিশ্রমে শৈলপ্রপাত, নীলাচল,চিম্বুকসহ জেলা প্রশাসনের পরিচালনাধীন পর্যটন কেন্দ্র গুলো পুর্বের তুলনায় আরও বেশি মোহনীয় ও সুন্দর হয়ে ওঠে।পর্যটন প্রেমী ও বৃক্ষপ্রেমী হিসেবে সর্বমহলে পরিচিতি পাওয়া এই মানুষটি বান্দরবান ছেড়ে চলে যাওয়ার খবরে বিভিন্ন মহল তার অভাব অনুভব করছে এবং অনুভব করবে।গত রবিবার (২০আগস্ট) সকালে তিনি তাঁর নতুন কর্মস্থল খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্দ্যেশ্যে বান্দরবান ত্যাগ করেছেন বান্দরবান জেলা প্রশাসনের মেধাবী ও চৌকষ কর্মকর্তা হুসাইন মো:আল-মুজাহিদ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!