আমার দেশ-আমার প্রান এই প্রতিপাদ্য কে সামনে রেখে দুর্যোগপূর্ন আবহাওয়ায় ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী এর বান্দরবান রিজিয়ন।বৃহস্পতিবার (৪ জুলাই) বান্দরবান সেনা জোন মাঠে এই সহায়তা বিতরন করা হয়।টানা কয়েকদিনের বৃষ্টিতে নিম্ন এলাকায় বসবাসরত ক্ষতিগ্রস্থ ৩০৮ পরিবারের মাঝে এদিন সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
সহায়তার প্রতিটি প্যাকেটে ছিলো ২ কেজি করে চিড়া, ৫০০গ্রাম খেজুর,১কেজি গুড়,২লিটার পানি,৩ প্যাকেট নুডলস,৫০০ গ্রাম বিস্কুট,৫টি করে সেলাইন।বান্দরবান সেনা রিজিয়ন এর জিএসও-২ মেজর মো.শায়েখ উজ জামান, জিএসও-৩ ক্যাপ্টেন আব্দুল মান্নান এসময় উপস্থিত ছিলেন।এছাড়াও ভলান্টিয়ার এবং উপকারভুগীরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত,আমার দেশ আমার প্রান এই প্রতিপাদ্য কে সামনে রেখে বান্দরবান সেনা রিজিয়ন শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এছাড়াও বান্দরবান জেলায় বসবাসরত সকল জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী এর বান্দরবান সেনা রিজিয়ন।