

মোহাম্মদ আলী বান্দরবান জেলা প্রতিনিধি:-
বান্দরবানে কর্মরত সাংবাদিকদের উন্নয়নে সাংবাদিক উন্নয়ন কল্যান ফোরাম গঠিত হয়েছে।বুধবার সকালে বান্দরবান প্রেস ক্লাব হল মিলনায়তনে সাংবাদিকদের উন্নয়নে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এমপি এর অনুদানে ৫ লক্ষ টাকায় এই ফোরাম গঠিত হয়েছে।এই সময় বান্দরবান জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সকল সাংবাদিকগন এতে উপস্থিত ছিলেন।সভায় সকলের মতামতের মাধ্যমে একটি আহব¦ায়ক কমিটি গঠন করার হয়।উক্ত আহব্বায়ক কমিটিতে প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাদশা মিঞা মাষ্টার কে কমিটির আহব্বয়ক প্রধান এবং প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মিনারুল হককে সদস্য সচিব ঘোষনা করা হয় এবং কমিটি পারিচালনার জন্য সাত সদস্য বিশিষ্ট একটি দল গঠন করা হয়।এই ফোরামটি সাংবাদিক কল্যানে যে কোন বিপদ ও আপদ কালীন মুহুত্বে সহায়তার মাধ্যমে অগ্রনী ভুমিকা পালন করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের এক্যবদ্ধতা থাকেল এই সাংবাদিক ফোরামটি ভর্বিষ্যতে বিশাল আকারে বিস্তৃতি লাভ করবে বলে মনে করেন সকলে।