

দুর্নীতি দমন কমিশন,কক্সবাজার সমন্বিত কার্যালয় এর আয়োজিত দুর্নীতি প্রতিরোধ কর্মসূচির আওতায় বান্দরবানে মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৯ মে) বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় এর হলরুমে এই পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজার এর উপপরিচালক সুবেল আহমেদ,সিনিয়র সহকারী কমিশনার মো.মিজানুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মোস্তাফিজুর রহমান এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এছাড়া দুদক,কক্সবাজার সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো.হুমায়ুন বিন আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।যেকোনো রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতিই প্রধান অন্তরায় শীর্ষক এবারের বিতর্ক প্রতিযোগিতায় ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং সুয়ালক উচ্চবিদ্যালয় রানারআপ হয়।উভয় দলের ৬ বিতার্কিক কে পুরষ্কার ও সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।এছাড়াও এদিন সততা সংঘের জন্য কয়েকটি মাধ্যমিক স্কুলের প্রতিটি স্কুল কে দশ হাজার টাকা করে হস্তান্তর করা হয়।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,বান্দরবানের ব্যাবস্থাপনায় আয়োজিত এবারের বিতর্ক প্রতিযোগিতায় ৮ টি মাধ্যমিক হাই স্কুলের ২৪জন শিক্ষার্থী অংশগ্রহন করে।