বান্দরবানে সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসতে শুরু করেছে সাধারণ ভোটাররা।এদিকে সরজমিনে জেলার পৌরসভার হাফেজগোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা যায় উৎসবমুখর পরিবেশে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থী কে ভোট দিতে অপেক্ষা করছে।কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায়।
এসময় আইনশৃঙ্খলা ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ভোট দিতে আশা ভোটাররা।ভোটকেন্দ্রে ভোট দিতে আসা সাধারণ ভোটাররা ভোট দিতে এসে পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।এদিকে সকালে এই কেন্দ্রে ভোট দিতে আসেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কুদ্দুছ। এসময় তিনি ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন নিজের ভোটটি দিয়েছি,ভোটকেন্দ্রে ভোটাররা আসতে শুরু করেছে,আসা করছি প্রশাসন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছেন।এসময় তিনি নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদী বলে জানান।
অপরদিকে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রজ্ঞাসার বড়ুয়া পাপন ও মেহাইনু মারমা ভোট প্রদানের পর সাংবাদিকদের বলেন ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট, বান্দরবান পৌরসভার জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী।প্রসঙ্গত ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে জেলা নির্বাচন কার্যালয়ের দেয়া তথ্য মতে বান্দরবান সদর উপজেলায় ৬ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭১ হাজার চারশত চৌচল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৭ হাজার পাচঁশত সত্তর জন জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩৩ হাজার আটশত চুয়াত্তর জন।সদর উপজেলায় ৪৫ টি ভোট কেন্দ্রের ১৬৯ টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে।এখন পর্যন্ত কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে কোন অপ্রীতিকর পরিস্থিতির ঘটনার খবর পাওয়া যায় নি,ভোটের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে।
এদিকে সকালে বান্দরবান সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।এসময় তিনি সাংবাদিকদের বলেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক ভোটকেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্য সংখ্যা পরিমানের চেয়ে বাড়িয়ে দেয়া হয়েছে।তিনি বলেন আলীকদম উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে,সকালে বৃষ্টিপাত হলেও ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো।আশা করছি শান্তিপূর্ণভাবে সব শেষ হবে।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, সিনিয়র সহকারী কমিশনার,নার্গিস সুলতানা সহ প্রশাসনের সিনিয়র কর্মকর্তাবৃন্দ।এদিকে দুপর ১২ টার দিকে বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় তিনি ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।