

পবিত্র ঈদুল ফিতর ও মাহা সাংগ্রাই পোয়ে উৎসবে খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছা উপহার (পোশাক) ও খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ এপ্রিল) সিএইচটি টাইমস ডটকম এবং ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম ফাউন্ডার লুৎফুর রহমান (উজ্জ্বল) এই শুভেচ্ছা উপহার বিতরন করা হয়।এসময় ফুটবল,কারাতে, উশুসহ বিভিন্ন ইভেন্ট এর খেলোয়াড়রা উপস্থিত হয়ে এসব উপহার গ্রহন করেন।এছাড়াও বেশ কয়েকজন সাপোর্ট স্টাফকেও একই আয়োজনে উপহার প্রদান করা হয়।শুভেচ্ছা উপহার পেয়ে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় পদক প্রাপ্ত কারাতে খেলোয়াড় মোহাম্মদ আব্দুল্লাহ্,ফুটবলার রিমন বড়ুয়াসহ অনেকেই ধন্যবাদ জানান।এবিষয়ে বান্দরবান জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক মো.শহিদুল ইসলাম (সোহেল) এমন আয়োজনকে প্রশংসনীয় উদ্যোগ বলে মন্তব্য করেন।
এবিষয়ে লুৎফুর রহমান (উজ্জ্বল) বলেন,স্মার্ট বান্দরবান স্মার্ট ক্রীড়াঙ্গনের অংশ হিসেবে খেলোয়াড়দের শুভেচ্ছা উপহার বিতরন করা হয়েছে।অতীতেও আমরা এই ধরনের বৃহৎ ধর্মীয় উৎসবে খেলোয়াড়দের সাধ্য অনুযায়ী পাশে ছিলাম।আগামীতেও আমরা তাদের পাশে থাকতে চাই।এতো বড় আকারের এমন একটি উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে পারায় লুৎফুর রহমান (উজ্জ্বল) এসময় পাশে থেকে সহায়তা করায় বান্দরবানের মান্যবর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা এর সভাপতি শাহ্ মোজাহিদ উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মিরার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।তিনি পবিত্র ঈদুল ফিতর এবং মাহা সাংগ্রাই পোয়ে উপলক্ষে সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।জানা যায়,জেলাজুড়ে প্রায় ২৫জন কে এবার এই শুভেচ্ছা উপহার বিতরন করা হয়।মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা তরুন এবং উদিয়মান খেলোয়াড়,সাপোর্ট স্টাফদের মাঝেই শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্য সামগ্রী এবং নতুন পোশাক বিতরন করা হয়।উল্লেখ্য একই দিন,বান্দরবান পৌরসভা এবং সদর উপজেলা অন্তর্গত কয়েকটি মসজিদের ইমাম ও মোয়াজ্জিন কে শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্য সামগ্রীও বিতরন করা হয়।