বান্দরবান সদর থানা পুলিশ কর্তৃক হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন এর দিকনির্দেশনায় এবং সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল জলিল এর সার্বিক তত্ত্বাবধানে জনসাধারনের হারানো এসব মোবাইল ফোন উদ্বার করে সদর থানা পুলিশ।এরই ধারাবাহিকতায় ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে বান্দরবান সদর থানা পুলিশ কর্তৃক বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া ২২টি বিভিন্ন মডেলের স্মার্ট ফোন আজ বুধবার (২৭ মার্চ) প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
এসময় পুলিশ সুপার সৈকত শাহীন উপস্থিত হয়ে প্রকৃত মালিকদের হাতে এসব স্মার্ট ফোন তুলে দেন।এসময় পুলিশ সুপার বলেন,আমরা বান্দরবানবাসীকে জানাতে চাই,পুরোনো ফোন ক্রয়ের বিষয়ে সতর্ক হোন।কারণ,এই ফোনগুলোর সাথে চুরি,ডাকাতি,ছিনতাই,হত্যা সহ বিভিন্ন অপরাধ জড়িত থাকার সম্ভাবনা থাকে।তাই পরিচিত,বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তি ছাড়া ফোন ক্রয় করবেন না।কারো ফোন হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করুন।হারিয়ে যাওয়া ফোন উদ্ধারে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।ফোনের প্রকৃত মালিকগণ হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন।তারা বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার ও উদ্ধারকাজে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ সময় বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও উদ্ধারকৃত মোবাইল ফোন এর প্রকৃত মালিকগণ উপস্থিত ছিলেন।