

বান্দরবান পৌর এলাকার ৯নং ওয়ার্ডে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বাইতুর রহমান জামে মসজিদ,ইসলামপুর ফাতিমাতুয্যাহারা (রা:) বালিকা মাদরাসা ভবনের ভিত্তির প্রস্তর এবং ইসলামপুর থেকে টাংকি পাহাড় পর্যন্ত সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮ই মার্চ) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত এসব উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা এবং অগ্রযাত্রা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।যে কারণে সমতলের মতো পার্বত্য এলাকাতেও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হয়েছে।এ সময় পৌর মেয়র মো.সামসুল ইসলাম,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত, বান্দরবান বিশ্ববিদ্যালয় এর ট্রাস্টি সদস্য আব্দুল কুদ্দুছ, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।