বান্দরবানে গাঁজাসহ জান্নাতুল ফেরদৌস (৩৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান।৪ ফেব্রুয়ারী (রবিবার) বান্দরবান জেলা শহরের বাসষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।এসময় বিক্রির উদ্দেশ্যে রাখা তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে এপিবিএন। আটককৃত ঐ নারী মাদক ব্যবসায়ী বান্দরবান জেলার লামা উপজেলার খুর পাইন ঝিড়ি পাড়ার বাসিন্দা হাবিব উল্লাহর মেয়ে।
এপিবিএন সূত্রে জানা যায়,প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বান্দরবানের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায় করে আসছিল জান্নাতুল ফেরদৌস।রবিবার বান্দরবান শহরের বাসষ্টেশন এলাকায় মাদক নিয়ে অবস্থান করছিল জান্নাতুল ফেরদৌস। এমন সংবাদের ভিত্তিতে ২ আর্মড পুলিশ ব্যাটালিন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান এর নেতৃত্বে বান্দরবান এপিবিএন একটি টিম বাসষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেন।এসময় সন্দেহ জনক এক নারীকে অবস্থান করতে দেখে।
পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করে থানায় নিয়ে আসে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ২ আর্মড পুলিশ ব্যাটালিন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান বলেন,মাদকসহ এক নারীকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা প্রক্রিয়াধীন আছে।