বান্দরবান ৩০০ নং আসনে আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়েছে।জেলার ৭টি উপজেলার ৩৪টি ইউনিয়নের ১৮২টি কেন্দ্রে এই ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪ টা পর্যন্ত।সকাল ৮টা থেকে পাহাড়ের প্রচন্ড শীত উপেক্ষা করে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রদান করছে।
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০০নং বান্দরবান আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে টানা ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এর সাথে প্রতিদ্ধন্ধীতা করছে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম শহীদুল ইসলাম।নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুুষ্টি জানিয়ে প্রার্থীরা জানালেন,আগামী দিনে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবে তারা।
এদিকে রোববার সকাল ১০টায় বান্দরবান সদর উপজেলা ও পৌরসভায় অন্তত ৩০টি কেন্দ্র পরিদর্শনে দেখা যায়,ভোটাররা শান্তি পূর্ন ভাবে ভোট প্রদান করছে,পাহাড়ের প্রচন্ড শীতের মধ্যেও ভোট কেন্দ্রে ভোট প্রদানের জন্য উপস্থিত হয়েছে বৃদ্ধা থেকে নারী,পুরুষ।দিনের শুরুতেই সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন।এসময় পুলিশ সুপার সৈকত শাইীনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বান্দরবান সরকারী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন ছয়বারের সাংসদ নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় তিনি সাংবাদিকদের বলেন,ভোট মানুষের মৌলিক অধিকার।যার যাকে খুশি তাকে ভোটাররা ভোট দিবেন।ভোট প্রদান কারীদের অনেকেই জানান,ভোট কেন্দ্রে কোন সংঘাত নেই।আইনশৃংখলা পরিস্থিতির কারনে শান্তিপূর্ন ভাবে ভোট দিতে পেরে আমি খুব খুশি।বান্দরবান সরকারি কলেজ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সত্যজিৎ মজুমদার বলেন,ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৯০৭ জন।জেলার রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন জানান,সকাল থেকেই বান্দরবানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলছে এবং সার্বিক আইনশৃংঙ্খলা ব্যবস্থা ভালো রয়েছে।জেলার সাত উপজেলার দুই পৌরসভা ও ৩৪টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা দুই লাখ ৮৮ হাজার ৩০ জন।এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৮ হাজার ৫৮৩ জন ও নারী ভোটার এক লাখ ৩৯ হাজার ৪৪৬ জন।