

মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:বান্দরবান লোকাল ট্রাক ও মিনি ট্রাক বহুমুখী মালিক সমিতির নেতা-কর্মীরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সাথে গত রবিবার (১৩ আগস্ট) সকালে বান্দরবানস্থ বাস ভবনে সৌজন্য সাক্ষাত করেন।সাক্ষাত কালে সমিতির নেতারা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানায়।বান্দরবান লোকাল ট্রাক ও মিনি ট্রাক বহুমুখী মালিক সমিতির সভাপতি বাবু অমল কান্তি দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এর সদস্য ও ট্রাক সমিতির উপদেষ্টা বাবু কাজল কান্তি দাশ,বান্দরবান শৈল শোভা সড়ক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,আওয়ামী লীগ নেতা মো:মাহাবুবুর রহমান,অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,বান্দরবান লোকাল ট্রাক ও মিনি ট্রাক বহুমুখী মালিক সমিতির সাধরণ সম্পাদক মোঃশফিকুল আলম বাবুল,সমিতির সাংগঠনিক সম্পাদক জামাল আবু নাছের,সমিতির অন্যতম নেতা মুছা কোম্পানী,সমিতির নেতা মোঃবশির খাঁন,সমিতির নেতা নুর মুহাম্মদ কমিশিনার,সমিতির নেতা মোঃমিলন,মোঃ ইদ্রিস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এই সময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,বলেন বান্দরবান একটি সুন্দর পর্যটন নগরী,এই শহরকে সুন্দরভাবে গড়ে তুলতে আমাদের মালিক-শ্রমিক সবাইকে মিলে মিশে দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে।আপনারা যারা ট্রাক মালিক সমিতিতে আছেন আপনারা আপনাদের চালকদের বলবেন,তারা যাতে নিয়ম কানুন মেনে গাড়ী চালায়,কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্নার কারণ,ট্রাক চালকরা যাতে বেপরোয় ভাবে গাড়ী না চালাই সেই দিকে লক্ষ রাখবেন,তিনি আরো বলেন,বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করছে এর ধারাবাহিকতা রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করতে হবে।তিনি বান্দরবান লোকাল ট্রাক ও মিনি ট্রাক বহুমুখী মালিক সমিতির উত্তর উত্তর উন্নতি কামনা করেন।