বান্দরবানে ৩০০ নং সংসদীয় আসনে নৌকার প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এর সমর্থনে আনন্দ মিছিল করে বান্দরবান জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা।রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এই মিছিল বান্দরবান জেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষীন করে।মিছিলে নেতৃত্ব দেন মহিলা আওয়ামীলীগের সভাপতি জোহরা চৌধুরী ও সাধারণ সম্পাদক তিং তিং ম্যা।অন্যদিকে যুব মহিলা লীগের মিছিলে নেতৃত্ব দেন সভাপতি সাচিং মারমা ও সাধারণ সম্পাদক নারগিচ সোলতানা।এসময় উভয় সংগঠনের জেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে বান্দরবান জেলা মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তিং তিং ম্যা বলেন,৭ ম বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ তথা নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপি কে নির্বাচিত করার লক্ষে আমরা মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রত্যন্ত জনপদে বাবু বীর বাহাদুর সালাম পৌছে দিচ্ছি এবং আশানুরুপ সাড়া পেয়েছি।আগামী ৭ই জানুয়ারী পার্বত্য চট্রগ্রামের উন্নয়নের অভিবাবক বাবু বীর বাহাদুর এর নৌকা প্রতীককে ভোট দিয়ে পুনরায় সংসদে পাঠাতে অত্র বান্দরবানবাসী গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।আমরা যখন যেখানে গিয়েছি বিশেষ করে নতুন প্রজন্মের ভোটারদের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকার পক্ষে রায় দেয়ার আহবান জানিয়েছি এবং আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকার পক্ষেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এমনটাই আমরা বিশ্বাস করি।
এসময় তিনি আরও বলেন,সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এর ধারাবাহিকতা রক্ষায় বান্দরবান তথা পার্বত্য জনপদে নৌকার কান্ডারী বীর বাহাদুর উশৈসিং এর কোনও বিকল্প নাই।আমরা ঘরে ঘরে যাচ্ছি এবং নির্বাচন কমিশন ঘোষিত দিকনির্দেশনা অনুযায়ী নির্বাচনী প্রচারনার শেষ দিন পর্যন্ত বান্দরবান জেলা মহিলা আওয়ামী লীগের প্রচারনা অব্যাহত থাকবে।