

মোঃজিহানুর রহমান চৌধুরী,চট্টগ্রামঃ-স্যাভক-SAVC (South Asian Voice for Children) প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের অসহায় সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মানবিক সহায়তা ও শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে।বিশেষ করে এদের মাঝে ফ্রি স্কুলিং এর মাধ্যমে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে স্যাভক-SAVC।চট্টগ্রাম নগরীর বিভিন্ন বস্তি এলাকায় স্যাভক-SAVC প্রতিষ্ঠা করেছে সুবিধাবঞ্চিত বস্তিবাসী ও পথশিশুদের জন্য স্যাভক-SAVC ফ্রি স্কুল।তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকেল ৩.০০টায় বহদ্দরহাট এলাকায় স্যাভক-SAVC পরিচালিত ফ্রি স্কুলে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।স্যাভক এর সেন্ট্রাল কমিটির সেক্রেটারি আবু নোমান হাফিজ উল্লাহ এর সঞ্চালনায়,স্যাভক-SAVC এর সভাপতি মুহাম্মদ শাহজান আলী চৌধুরী’র সভাপতিত্বে প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও স্যাভক-SAVC এর উপদেষ্টা প্রফেসর ড.আবুল আলা মুহাম্মাদ হুছামুদ্দীন, বিশেষ অতিথি হিসেবে নগরীর স্বাধীনতা শিক্ষক পরিষদের সেক্রেটারি প্রফেসর হারুনুর রশিদ,স্যাভক মেট্রো উপদেষ্টা মিসেস তাহমিনা চৌং,রাশেদা অাক্তার চৌধুরী উপস্তিত ছিলেন।এছাড়াও সেন্ট্রাল কমিটির সদস্য জাবের হোসাইন,আরফাত হোসাইন,সানজিদা নীলা,জান্নাতুল মাওয়া পাপড়ি সহ স্যাভকের চবি ও মেট্রো ভোলান্টিয়ার্স উপস্তিত ছিলেন।শিক্ষা উপকরণ বিতরণ শেষে প্রধান অতিথি স্যাভক-SAVC ফ্রি স্কুল পরিদর্শন করে ভোলান্টিয়ারদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন এবং মানবতার সেবায় কাজ করার জন্য স্যাভক পরিবারকে ধন্যবাদ জানিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে বলেন।