বান্দরবান বিশ্ববিদ্যালয়ে স্প্রিং-২৪ সেমিস্টারের মাস ব্যাপী অ্যাডমিশন ফেয়ারের শুভ উদ্বোধন করা হয়েছে।রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই এডমিশন ফেয়ারের শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্ট এর সদস্য মো.মাসুম বিল্লাহ।
এ উপলক্ষ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার টি.এ.এম ওমর ফারুক রুবেল এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট এর সদস্য ডাক্তার অং চালু,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জনাব নোবেল বড়ুয়া।
আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি মোঃ মাসুম বিল্লাহ বলেন-সময়ের সাথে নিজেকে এগিয়ে নিতে গতানুগতিক পড়ালেখা বাদ দিয়ে আমাদেরকে গবেষণা মূলক লেখাপড়া করতে হবে।তিনি আরও বলেন,বান্দরবান বিশ্ববিদ্যালয় বান্দরবানবাসীর জন্য একটি আর্শিবাদ স্বরূপ।বিশ্ববিদ্যালয় না হওয়ার আগে অনেকে ইচ্ছা থাকার সত্ত্বে টাকার অভাবে বাহিরে গিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে পারে নাই।এখন আর সেদিন নেই,বান্দরবানে বিশ্ববিদ্যালয় হয়েছে। সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে পারবে।শিক্ষার্থীদের সুবিধার্থে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য,বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ফেয়ার ২৪ ডিসেম্বর ২০২৩ থেকে ২৪ জানুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে।মাস ব্যাপী এই মেলা উপলক্ষে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি এর ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় ও টিউশন ফি এর ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় ঘোষণা করেন বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।