বান্দরবান শহরের মেঘলা পর্যটন কেন্দ্রে ছুরিকাঘাত করে পর্যটক দম্পতির মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতারী কে গ্রেফতার করেছে।ঘটনার মূল ইন্ধনদাতা শিবু চাকমা এর অন্যতম সহযোগী বাছা (৩০) ও মহিউদ্দিন কে আটক করেছে পুলিশ।বুধবার (২০ ডিসেম্বর) বান্দরবান সদর থানা ও টুরিস্ট পুলিশের অভিযান চালিয়ে দুইজনকে হেফাজতে নেয়।এসময় ছিনতাই হওয়া মানিব্যাগ,ছোট চাকু ০১ টি,ক্যাচি ০১ টি এবং ২ টি দা উদ্ধার করেছে।অভিযানের সত্যতা নিশ্চিত করেছে টুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গীর আলম।
এসময় তিনি বলেন,গোপন তথ্যের ভিত্তিতে তাদের হেফাজতে নিয়েছে পুলিশ।পরে বিস্তারিত জানানো হবে।প্রসঙ্গত,সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টায় মেঘলা পর্যটন কেন্দ্রের কেবল কার পয়ন্টের উপরের দোকান ঘর এলাকায় পর্যটক দম্পতির উপর হামলায় ঘটনা ঘটে।এঘটনায় আহত তসলিম উদ্দিন (২৫) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা তারাকান্দা পূর্ব পাগলি গ্রামের মৃত নাঈম উদ্দিনের ছেলে।এসময় ২৫ হাজার টাকা ছিনতাই হয়।
নির্ভরযোগ্য সুত্রে জানা যায়,ঘটনার মূল ইন্ধনদাতা শিবু চাকমা তালুকদার পাড়া পাহাড়ের উপর বসবাস করে এবং ছিনতাইকৃত সেই ২৫০০০ হাজার টাকা শিবু চাকমার বাড়িতে ভাগবাটোয়ারা করে বলে জানা যায়।
বিস্তারিত আসছে….