কক্সবাজার এর টেকনাফে “এক্সসেস কোয়ালিটি এডুকেশন এন্ড ষ্ট্রেনথ রেজিলিয়াস অফ দ্যা রোহিঙ্গা রিফিউজি চিলড্রেন রিসাইডিং ইন কক্সবাজার ডিসট্রিক্ট অফ বাংলাদেশ” প্রকল্পের নির্ধারিত হোমবেইস সেন্টার এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ ডিসেম্বর) হোমবেইজ সেন্টার এর শুভ উদ্বোধন করেন সিনিয়র সহকারী কমিশনার ও ক্যাম্প-২২ এর ইনচার্জ সাইদুজ্জামান চৌধুরী।এ সময় মো.আবদুল হান্নান (এ্যাডুকেশন ফোকাল,ব্র্যাক, ক্যাম্প-২২) বিএনকেএস এর এই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মিস মুমু রাখাইন,অরুনাংশু চাকমা,(সিএম,বিএনকেএস) এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।এছাড়াও বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতের লক্ষ্যে প্রতিটি হোমবেইস সেন্টারে ওয়াটার ফিল্টার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাইদুজ্জামান চৌধুরী শিক্ষার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরেন।তিনি তাঁর বক্তব্যে শিশুদেরকে সেন্টারে নিয়মিত আসার জন্য উৎসাহিত করেন এবং দায়িত্বরত শিক্ষককে দায়িত্বের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করেন।এসময় তিনি শিশুদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প সমন্বয়কারী মিস মুমু রাখাইন উক্ত প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন।তিনি বলেন রোহিঙ্গা শরণার্থী শিশুদের প্রারম্ভিক শৈশব বিকাশের পাশাপাশি শিক্ষামান উন্নয়নের লক্ষ্যে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর বাস্তবায়নে উন্নয়ন সহযোগী সংস্থা গ্লোবাল এফেয়ারর্স কানাডা (গাক) এবং ডিপার্টমেন্ট অব ফরেন এফেয়ারর্স এন্ড ট্রেড (ডিএফএটি) অর্থায়নে উন্নয়ন সহযোগী ব্র্যাক এর সহযোগিতায় প্রকল্পটির কার্যক্রম শুরু করতে যাচ্ছে।প্রকল্পটি কক্সবাজার জেলায় টেকনাফ উপজেলা ক্যাম্প-২২ এর রোহিঙ্গা শরণার্থী শিশুদের উন্নয়নে লক্ষ্যে মায়ানমার কারিকুলাম “প্রারম্ভিক শিশুর বিকাশ কেন্দ্র (ইসিডি)” শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দাপ্তরিক ক্যাম্প ২২ এর ক্যাম্প ইনচার্জ ও শরর্ণাথী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সকল অনুমোদন প্রাপ্ত হয়েছে।