“নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার,স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৯ থেকে ১৪ই ডিসেম্বর পালিত হওয়া “পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ, ২০২৩” এর জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠান বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের আন্তাহা-ত্রিপুরা পাড়ায় অনুষ্ঠিত হয়।এসময় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার সাহা।
ফ্যামিলি প্ল্যানিং এর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মো. আসাদুজ্জামান সরকার এর সঞ্চালনায় রোয়াংছড়ি উপজেলা মেডিকেল অফিসার এমসিএইচ-এফপি) ডা.এস.এম.তানভীর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএফপি এর সহকারী পরিচালক (ডিডিও) মাসুমা খাতুন সফটি,রোয়াংছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ নবাব আলী, নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মার্মা, এলাকার কারবারী (পাড়া প্রধান) সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রায় ৩০০ জন সেবা গ্রহীতা উপস্থিত থেকে পরিবার কল্যাণ সেবা গ্রহন করেন।বক্তব্যে রাখতে গিয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি ডিজিএফপি এর সহকারী পরিচালক (ডিডিও) মাসুমা খাতুন সফটি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সর্বোতভাবে চেষ্টা করছেন ডিজিটাল বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার,সেটার নির্দেশনায় আমরা সবাই প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কাজ করে যাচ্ছি।নিরাপদ মাতৃত্ব তথা মায়ের গর্ভে সুস্থ সুন্দর ভাবে বেড়ে উঠলে, প্রাতিষ্ঠানিক ডেলিভারীর মাধ্যমে সুস্থ ভাবে জন্ম গ্রহণ করলে,সেই বাচ্চা স্বাস্থ্যবান এবং স্মার্ট হয়ে বেড়ে উঠবে।সে তখন দক্ষ জনশক্তিতে রূপান্তর হয়ে নিজের পরিবার এবং দেশকে স্মার্ট হিসেবে গড়ে তুলবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের (ডিডি-এফপি) উপ-পরিচালক দীপক কুমার সাহা গর্ভকালীণ ৪ বার চেকাপ ও প্রাতিষ্ঠানিক প্রসব সেবার গুরুত্ব নিয়ে কথা বলেন।কিশোরীদের স্বাস্থ্য শিক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।সমাপনী অনুষ্ঠানের আয়োজন স্বার্থক করার জন্য পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে এলাকাবাসীকে ধন্যবাদ জানান। এসময় নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনু মং মার্মা নোয়াপতং মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কে সর্বোতভাবে সাহায্য করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি রোয়াংছড়ি উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. এস.এম.তানভীর ইসলাম বলেন,রোয়াংছড়ি উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মীদেও অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন সফল হয়েছে।৬দিন ব্যাপী চলা “পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২৩” এর উপজেলার কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে আয়োজন সফল করার জন্য আমন্ত্রিত অতিথি এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।