বান্দরবানে গত বৃহস্পতিবার রাতেও যে পেঁয়াজের দাম কেজি ১১০ টাকায় বিক্রি হচ্ছিল হঠাৎ সেই পেঁয়াজ একদিনের ব্যাবধানে শনিবার বিকেল নাগাদ বিক্রি হচ্ছিলো ২২০ টাকায়।শনিবার (১০ ডিসেম্বর) এমন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বান্দরবান জেলা প্রশাসন।মোবাইল কোর্টে নেতৃত্বে দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অরুপ রতন সিংহ।
এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ফরিদ স্টোরের মালিক মো.ফরিদকে আড়াই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।জানা যায়,শনিবার সকাল থেকে অধিকাংশ দোকান থেকে পেঁয়াজ কিনতে পারছিলো না ক্রেতারা।কয়েকটি দোকানে পেঁয়াজ থাকলেও তা চড়া দামে ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি করছিল।
সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ জানান,অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এক দোকানিকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরও বলেন,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়রা বলেন,প্রশাসনের নজরদারী অব্যাহত রাখতে হবে।নাহয় এসব অসাধু ব্যাবসায়ীরা পুনরায় এমন কান্ড ঘটাতে পারে।