আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।১০ ডিসেম্বর (শনিবার) বান্দরবানের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যকালে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন,নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখে সমাজ ও নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন করেছেন তিন জয়িতা।আমরা বিশ্বাস করি,তাদের সংগ্রামী জীবন অন্য অনেক নারীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।
তিন জয়িতা হলেন সফল জননী মাশৈবু মারমা (বান্দরবান সদর) অর্থনৈতিক ক্ষেত্রে সফলতা অর্জনকারী সানজিদা আক্তার (নাইক্ষ্যংছড়ি),সমাজ উন্নয়নে সাফল্য অর্জনকারী হ্লা মে উ মারমা (থানচি)।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা উপস্থিত ছিলেন।জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরীর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে তিন জয়িতাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।এসময় সরকারী বেসরকারী পদস্থ কর্মকর্তা,নারী উদ্যোক্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।