পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ শে নভেম্বর) দুপুরে বান্দরবান সেনা রিজিয়ন ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর যৌথ আয়োজনে বান্দরবান এর রাজার মাঠে সভাটি অনুষ্ঠিত হয়।সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বান্দরবান সেনা জোন এর কমান্ডার লেঃ কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি।
এসময় জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম শাহনেওয়াজ,ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ, ক্যাপ্টেন মোহাম্মদ মেহেদী হাসান,এএমসি (৭ ফিল্ড এ্যাম্বুলেন্স),ক্যাপ্টেন সাবিত নুর রশিদ,লেঃ রায়হান (৭ ফিল্ড এ্যাম্বুলেন্স),বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পদ বড়ুয়া ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন এসময় উপস্থিত ছিলেন।
জানা যায়,বান্দরানে ২ ডিসেম্বর শান্তি চুক্তি দিবস-২০২৩ এর ২৬ তম বর্ষপূর্তি উদযাপিত হবে।দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচিসমূহ সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে সেনাবাহিনী ও জেলা পরিষদসহ সংশিষ্ট বিভিন্ন দপ্তরের সমন্বয় সাধন এবং কর্মপরিধি নির্ধারণ করতে সমন্বয় সভার আয়োজন করা হয়। এছাড়াও দায়িত্ব বন্টন ও করনীয় বিষয়ে উপস্থিত বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রতিনিধিদের পরামর্শ এবং একটি উৎসবমূখর পরিবেশে দিবসটি পালনে করনীয় বিষয়গুলো নিয়ে সভায় আলোচনা ও পরিকল্পনা গ্রহন করা হয়।