দীর্ঘ ৯ বছর পর উৎসবমুখর পরিবেশে বান্দরবানে অনুষ্ঠিত হলো বান্দরবান ব্যবসায়ী কল্যাণ পরিষদের নির্বাচন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বহুল প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে ৪ টি পদে লড়াই করেছে ১০ জন প্রার্থী।সকাল ১০টায় বান্দরবান ক্লাবে ভোজ গ্রহন শুরু হয়।বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।ভোট গ্রহণ শেষে বিকেল ৪ টায় প্রধান নির্বাচন কমিশনার অনিল কান্তি দাশের সভাপতিত্বে পৌরসভার মেয়র সামসুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোটারদের সামনে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
এর আগে সভাপতি পদে উজ্জ্বল কান্তি দাশ সহ ৭ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত হয়েছেন।এদিন সাধারণ সম্পাদক পদে ফুটবল মার্কা নিয়ে ৯৩ ভোট পেয়ে জয়লাভ করে মো.নুরুল আলম।প্রসঙ্গত: ২০০৩ সালে বান্দরবানের ব্যবসায়ীদের কল্যাণের লক্ষ্য নিয়ে ৮০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বান্দরবান ব্যবসায়ী কল্যাণ পরিষদ।সর্বশেষ ২০১৪ সালের ২রা মার্চ ব্যবসায়ী কল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলেও নানা সীমাবদ্ধতায় বন্ধ হয়ে থাকে বান্দরবান ব্যবসায়ী কল্যাণ পরিষদের ত্রিবার্ষিকী নির্বাচন কার্যক্রম।