বান্দরবানে ব্র্যাক এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ অক্টোবর) ব্র্যাক এর দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আয়োজনে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্থাটির চট্টগ্রাম ফ্লাস ফ্লাডস ইমার্জেন্সি রেসপন্স প্রকল্পের প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।ব্র্যাক জেলা সমন্বয়ক এম.আরিফ এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বন্যা ক্ষতিগ্রস্থ পাহাড়ী অঞ্চলের সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষদের সহায়তার জন্য এই ধরনের প্রকল্প নিয়ে আসায় ব্র্যাককে ধন্যবাদ জানান।তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার মধ্যে অংশীদারিত্বের উপর গুরুত্বারোপ করেন।এছাড়াও তিনি এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্র্যাক কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল ইসলাম।সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান এবং প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো.ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রমসহ অন্যান্য বিষয় উপস্থাপন করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো.মাহাবুব উল আলম।ব্র্যাক এর ডিভিশনাল ম্যানেজার মো.নজরুল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে সভায় উপস্থিত হয়ে মূল্যবান বক্তব্য ও পরামর্শ প্রদান করেন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।