বান্দরবান সদর উপজেলা এর কুহালং ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুহালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন পার্বত্যমন্ত্রী।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে মন্ত্রী বীর বাহাদুর বলেন,জনগনই সকল ক্ষমতার উৎস।উন্নয়নের অংশীদারও জনগন।আগামীতে কুহালং ইউনিয়ন কে স্মার্ট ইউনিয়নে পরিণত করার দায়িত্ব আমার।প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণেই আজকে সারাদেশের ন্যায় তিন পার্বত্য জেলাতেও উন্নয়নের জোয়ার বইছে।আজকে বিনা পয়সায় সার,বীজ কৃষকের ঘরে ঘরে পৌছে যাচ্ছে।অধিক দামে সার কিনে স্বল্প মূল্যে কৃষকদের মাঝে বিতরন করা হচ্ছে।কৃষকদের প্রনোদনা দিয়ে চাষাবাদ বাড়ানো হচ্ছে।
মাতৃকালীন ভাতা,বয়স্ক ভাতা,বিধবা ভাতা,ভিজিএফ কি দিচ্ছে না শেখ হাসিনার সরকার।অতীতের কোনও সরকার এটা করতে পারেনি।সুতরাং উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই।এসময় মন্ত্রী বীর বাহাদুর বলেন অতীতে অনেক এমপি-মন্ত্রী ছিলেন,রাজা-বাদশাহ ছিলেন কিন্তু এই বান্দরবানের উন্নয়নে তাদের কোনও ভূমিকা ছিলো না।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মার্মা।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অরুপ রতন সিংহ,অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ্ আলম,জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউল ইসলাম মজুমদার,উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট এর নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াসির আরাফাতসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।প্রায় ১৭ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয়ে এসব উন্নয়ন কাজের বাস্তবায়ন করছে বান্দরবান জেলা পরিষদ,এলজিইডি ও পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড।মতবিনিময় সভা শেষে মন্ত্রী বীর বাহাদুর স্থানীয় নারীদের মাঝে সেলাই মেশিন,কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরন করেন।