‘পর্যটন এবং সবুজ বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।দিবস উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একইস্থানে গিয়ে শেষ হয়।এসময় বান্দরবানের বাঙালি সম্প্রদায়ের পাশাপাশি ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী ও পুরুষ,পর্যটন সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।এর আগে দিবসের প্রথম প্রহরে মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়।
বান্দরবান বিশ্ববিদ্যালয় এর স্থায়ী ক্যাম্পাস চত্বর থেকে মিনি ম্যারাথন দৌড় শুরু হয়ে রাজারমাঠে গিয়ে শেষ হয়।এসময় মিনি ম্যারাথন দৌড়ে ৫৬ জন প্রতিযোগী প্রায় ১৫ কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দেন।বান্দরবান রাজারমাঠে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে মেডেল ও পুরস্কার তুলে দেন।ম্যারাথন দৌড়ে প্রথমস্থান লাভ করে ক্যাওলা সিং মারমা,দ্বিতীয় স্থান আব্দুল্লাহ আল নোমান এবং তৃতীয় স্থান লাভ করে উ সুই নু মারমা।সর্বমোট ১৩ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মংচিং প্রু নজি,জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য অং চ মং,সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মোমেনসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
এদিন সন্ধ্যায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুকিং শো ও খাদ্যে উৎসবের আয়োজন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।এছাড়াও দিবস উপলক্ষে বান্দরবানে আগত পর্যটকরা হোটেল,মোটেল, রিসোর্ট গুলো তে ২০ থেকে ৪০ শতাংস বিশেষ মূল্য ছাড় পাচ্ছে।পর্যটকরা ১৫ই অক্টোবর পর্যন্ত এই বিশেষ মূল্য ছাড় উপভোগ করতে পারবে বলে জানিয়েছেন হোটেল-মোটেল মালিক সমিতির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম।