পার্বত্য অঞ্চল ও চট্টগ্রামে বিগত আগস্টের প্রথম সপ্তাহে অতি বর্ষণের ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ জনগণকে পর্যায়ক্রমে নগদ অর্থ ও জরুরি উপকরণ প্রদান করছে কারিতাস বাংলাদেশ।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কারিতাস বাংলাদেশ এর ‘বান্দরবান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বিটিটিসি চত্বরে ত্রাণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।বান্দরবান পৌরসভার মেয়র সামসুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কারিতাস এর এসব মানবিক সহায়তা তুলে দেন।এদিন বান্দরবান পৌরসভা হতে বাছাইকৃত ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে তাদের জরুরী প্রয়োজন যেমন খাদ্য ও পানীয়,পোশাক, আশ্রয়ের উপকরণ,জ্বালানী,রান্নার পাত্র,ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয়তা পূরণের জন্য পরিবারভিত্তিক ৫,৫০০ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।এক প্রেস বিজ্ঞপ্তি তে কারিতাস জানিয়েছে,এমন সহায়তার মূল উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনরায় যাতে তাদের জীবন স্বাভাবিকভাবে শুরু করতে পারে।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি মেয়র সামসুল ইসলাম বলেন,বান্দরবান পার্বত্য জেলায় স্বরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য পৌরবভাসহ সরকারের বিভিন্ন উদ্যেগের পাশাপাশি কারিতাস বাংলাদেশের এই মহৎ উদ্যোগ প্রসংশনীয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পক্ষে বান্দরবানের প্রোগ্রাম অফিসার রূপনা দাশ।বান্দরবান পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর অজিত দাশ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মং মং সিং এবং ৮নং ওর্য়াডের কাউন্সিলর কামরুল হাসান বাচ্চু প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি তে আরও উল্লেখ করা হয়,কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যমে যুক্তরাজ্য,নেদারল্যান্ডস ও জার্সি সরকার এবং সিআরএস- এর আর্থিক সহায়তায় বান্দরবান,রাঙ্গামাটি ও কক্সবাজার জেলায় মোট ৩,৭৫০ পরিবারকে সহায়তা প্রদান করার প্রকল্প গ্রহণ করেছে কারিতাস বাংলাদেশ।স্বাস্থ্যবিধি উপকরণ ওয়াশ কিটস প্যাকেজ হিসেবে ১টি ঢাকনাসহ প্লাস্টিক বালতি (২০ লিটার),২টি জরিক্যান-(৫ লিটার),৪টি গোসলের সাবান (১০০ গ্রাম),৪টি কাপড় ধোয়ার সাবান (১২৫ গ্রাম),৪টি পুনঃব্যবহারযোগ্য সুতির কাপড় (স্যানিট্যারি ন্যাপকিন),১টি প্লাস্টিক মগ (১.৫ লিটার),১২ প্যাকেট ওরস্যালাইন (এসএমসি),২ বোতল খাবার পানি (২ লিটার) এবং ১টি করে মাঝারি আকৃতির নেইল কাটার প্রদান করা হচ্ছে।উল্লেখ্য,পর্যায়ক্রমে বান্দরবান জেলাসহ নির্বাচিত এলাকায় মোট ৩,৭৫০ পরিবারকে নগদ অর্থ সহায়তা ও উপকরণ বিতরণ করা হবে।