বান্দরবানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক নারী পুরুষ ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ,শিক্ষা সামগ্রীসহ মানবিক সহায়তা তুলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এর বান্দরবান সেনা রিজিয়ন।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) বান্দরবান সেনানিবাসে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে মানবিক সহায়তা তুলে দেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ,এসজিপি,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,পিএইচডি।
এদিন তিনি সাম্প্রতিক বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্থ বিভিন্ন সম্প্রদায়ের ১০৭ জনের মাঝে ১০ লক্ষ ৯৫ হাজার নগদ টাকা,শিক্ষা উপকরণ,টিন ও বিভিন্ন ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন।এ সময় সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে.কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি,মেজর শায়েখ উজ জামানসহ সেনাবাহিনীর বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা এবং ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর বিভিন্ন সুত্রে জানা যায়,এবারের ভয়াবহ বন্যায় বান্দরবানের সাত উপজেলায় সেনা রিজিয়নের পক্ষ থেকে ২ হাজার ২শত ৭৯ পরিবারকে নগদ সাড়ে আট লক্ষ টাকা,আড়াই লক্ষ লিটার বিশুদ্ধ পানি ও ৪ হাজার ১শত ৮০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ দেয়া হয়েছে।আগামীতেও সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।