বান্দরবানে জেলা তথ্য অফিস এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (২২ আগস্ট) বান্দরবান সদর উপজেলা এর সুয়ালক ইউনিয়নের বাজার পাড়ায় উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।বৈঠকে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো.মিজানুর রহমান।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ,মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং,মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস,ডেঙ্গু প্রতিরোধ,মানব পাচার,মাদক,সন্ত্রাস,গুজব,অপপ্রচার ও সাম্প্রদায়িকতা,জঙ্গিবাদ ও নাশকতা,ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ,নৈতিকতা ও মূল্যবোধ,সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার,পরিবেশ সংরক্ষণ,অটিজম ও তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ইত্যাদি বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।
এসময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও জনসাধারন উপস্থিত ছিলেন।জেলা তথ্য অফিস সুত্রে জানা যায়,বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২০২৪ অর্থবছরের আওতায় উঠান বৈঠক টি অনুষ্ঠিত হয়েছে।জেলা জুড়ে নিয়মিত জনসচেতনতা তৈরিতে এমন উঠান বৈঠক আয়োজন অব্যাহত থাকবে।