রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে আজ বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে ভ্রাম্যমান চিকিৎসা চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়।ডেপুটি সিভিল সার্জন ডা.এম এম নয়ন সালাউদ্দিন এই চিকিৎসা ক্যাম্পের নেতৃত্ব দেন। এসময় রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মংহ্লা প্রু,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাশৈচিং মারমাসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) এ চিকিৎসা ক্যাম্পে ১২০ জন রোগীকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় বলে ডেপুটি সিভিল সার্জন জানান।সাম্প্রতিক বন্যা ও বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া,চর্মরোগ সহ পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় স্বাস্থ্য বিভাগ এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।দুর্গম এলাকায় এ মেডিকেল ক্যাম্প পরিচালনার ফলে জনগণ উন্নত স্বাস্থ্য সেবা পেয়েছেন বলে স্থানীয় নেতৃবৃন্দ জানান।