জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ আগস্ট) বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে সুয়ালক উচ্চবিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মংপু মার্মা এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগ এর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাদেক হোসেন চৌধুরী।
বান্দরবান জেলা আওয়ামী লীগের উপপ্রচার বিষয়ক সম্পাদক কেলু মং,জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক সিংথোয়াই অং,জেলা সেচ্চাসেবক লীগের সাধারন সম্পাদক ফারুক আহমেদ ফাহিম এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.নাছির উদ্দিন।এছাড়াও সদর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে সাদেক হোসেন চৌধুরী বলেন,১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি।তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব,বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল,শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।একই সময় পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজনকে হত্যা করা হয়।বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় সেই কালো রাতে প্রাণে রক্ষা পান।এই নরপিশাচ হায়েনার দল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অগ্রযাত্রা কে স্তব্দ করে দিতে সেই রাতে এই হত্যাযজ্ঞে মেতে উঠেছিল।কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি।জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে লালিত স্বপ্ন ছিলো অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ এবং ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গঠন করা তা আজ বাস্তবে রুপ লাভ করেছে।
সাদেক হোসেন চৌধুরী স্থানীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন,আগামীতে আরও ষড়যন্ত্র হতে পারে।পার্বত্য চট্রগ্রামে শান্তি-সম্প্রীতি-উন্নয়নের একমাত্র কান্ডারি আমাদের প্রানপ্রিয় নেতা বীর বাহাদুর উশৈসিং এমপি এর নেতৃত্ব ও দিকনির্দেশনায় ঐক্যবদ্ধ হয়ে জামায়াত-বিএনপি’র সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
এসময় জাতির পিতা ও ৭৫ এর কালো রাতে শাহাদাত বরন করা সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ১মিনিট নিরবতা পালন করা হয়।