বান্দরবানে বন্যা দুর্গত এলাকায় জেলা সেচ্ছাসেবক লীগের পরিচ্ছন্নতা অভিযান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১২ আগস্ট, ২০২৩ ৪:৫৮ : অপরাহ্ণ 705 Views

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি এর নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বান্দরবান জেলা ও পৌর শাখার উদ্যোগে বান্দরবান জেলা শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে।প্রবল বন্যা পরবর্তী পৌর এলাকায় বিভিন্ন পাড়া মহল্লা জমে থাকা ময়লা,আবর্জনা পরিষ্কারে এমন অভিযান শুরু করলো সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।শনিবার (১২আগস্ট) সকালে ৮নং ওয়ার্ড সংলগ্ন হোটেল পূরবীর সামনে থেকে জজকোর্ট হয়ে মেম্বার পাড়ার অভ্যন্তরীণ সড়ক সমূহ আবর্জনা মুক্ত করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।পরে পৌরসভা এর ২নং ওয়ার্ডসহ বিভিন্ন পাড়া ও মহল্লায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশগ্রহন করে।

এসময় বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী পদ দাস,জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী,জেলা সেচ্ছাসেবক লীগ এর সভাপতি মংওয়াই চিং,সাধারন সম্পাদক ফারুক আহমেদ ফাহিমসহ জেলা সেচ্ছাসেবক লীগ,উপজেলা ও পৌর সেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহন করেন।এ সময় যততত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আর্বজনা পরিস্কার করার পাশাপাশি রাস্তার উপর জমে থাকা কাদামাটি সরিয়ে নিতে দেখা যায়।

এবিষয়ে জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মংওয়াই চিং বলেন,বন্যা পরবর্তী সময়ে,পঁচা ময়লা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ এর দূষিত হচ্ছে।যত্রতত্র খোলাস্থানে রাস্তাজুড়ে ময়লার স্তুপ হওয়ায় এবং ছড়িয়ে ছিটিয়ে পড়ায় বিভিন্ন রোগ-জীবানুর ঝুঁকি বাড়ছে এবং যান চলাচলসহ লোকজনের যাতায়াতে সমস্যা হচ্ছে।এমন পরিস্থিতি তে বন্যা দুর্গত মানুষকে সহায়তার অংশ হিসেবে মানবিক বিবেচনায় বান্দরবান জেলা সেচ্ছাসেবক লীগ এই উদ্যোগ নিয়েছে এবং নেতাকর্মীরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহন করছে।এমন পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!