সামাজিক যে কোন সমস্যার বিষয়ে সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা আমার মোবাইল নাম্বার আপনাদের জন্য খোলা থাকবে।আশা করছি বিগত সময়ের চেয়েও সাংবাদিকদের সাথে পুলিশ প্রশাসনের সম্পর্ক আরো ভালো হবে।বর্তমান সরকারের উন্নয়নের ধারা এখন পার্বত্য বান্দরবানের দুর্গম এলাকায় পৌছে গেছে।আপনাদের যুক্তিসংগত লেখনীর মাধ্যমে সেই উন্নয়ন রূপ টি তুলে ধরতে হবে।আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে পুলিশ ও সাংবাদিকরা একসাথে কাজ করবো।আমি বান্দরবানের জনসাধারণকে শাসন করতে নয় সেবা করতে এসেছি।
বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন বান্দরবানে নবযোগদানকৃত জেলা পুলিশ সুপার সৈকত শাহীন।
বুধবার ২ই আগস্ট বিকেলে জেলা পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মো.রায়হান কাজেমি এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানে নবনিযুক্ত জেলা পুলিশ সুপার সৈকত শাহীন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার,মোঃ শাহ আলম,সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সালাউদ্দিন,সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক,মিনারুল হক।এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।