বান্দরবান কালেক্টরেট স্কুল ও কলেজের আয়োজনে জেলা প্রশাসক মেধাবৃত্তি এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণ ও বার্ষিকী “সৃষ্টিসুখ” বার্ষিকী-২০২৩ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে জেলার অরুন সারকী টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বান্দরবান কালেক্টরেট স্কুল ও কলেজ এর পরিচালনা পর্ষদ এর সভাপতি ইয়াছমিন পারভীন তিবরীজি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বান্দরবান কালেক্টরেট স্কুল ও কলেজ এর অধ্যক্ষ মো.সাইফুল ইসলাম।এদিন ৬ষ্ঠ শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনীতে অধ্যায়নরত ২১ জন শিক্ষার্থী কে জেলা প্রশাসক মেধাবৃত্তি বিতরন করা হয়।এছাড়া ২০২৩ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বালক ও বালিকা দুইটি বিভাগে, বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে নার্সারী হতে দ্বাদশ শ্রেনী পর্যন্ত মোট ২৯৭ জন বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
পুরস্কার বিতরণ শেষে বান্দরবান কালেক্টরেট স্কুল ও কলেজ এর বার্ষিকী ম্যাগাজিন “সৃষ্টি সুখ” এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি,সিনিয়র সহকারি কমিশনার অরূপ রতন সিংহ,সহকারী কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাসসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা,শিক্ষক, শিক্ষার্থী এবং অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।