পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে প্রীতিভোজ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৩ জুলাই, ২০২৩ ৭:২৮ : অপরাহ্ণ 389 Views

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতিম অসহায় ক্ষুধার্তদের নিজে পাশে বসিয়ে খাওয়াতেন।আমরা জাতির পিতার এ ধরনের মহতি কাজকে অনুসরণ করতে চাই।মন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের আহার নিশ্চিত করতেই অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন।ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমাজের সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা সদরে হিলভিউ কনভেনশন সেন্টারে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর এমন মন্তব্য করেন।স্থানীয় মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে নিজ হাতে ভালো মানের খাবার পরিবেশন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংএমপি।এসময় মন্ত্রী তাদের খোঁজ খবর নেন এবং কুশল বিনিময় করেন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ,জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি,পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম,জেলা প্রশাসক (রাজস্ব) অতিরিক্ত জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমান,এলজিডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার,সড়ক বিভাগ বান্দরবান (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ্উদ্দীন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) নার্গিস সুলতানা,বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী।জেলা প্রশাসন সুত্রে জানা যায়,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মানে ঈদ জামাত ব্যাবস্থাপনা কমিটি এই প্রীতিভোজ এর আয়োজন করে।বান্দরবান জেলা প্রশাসন এই আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা করে।এতে সদর উপজেলা এর অর্ধ সহস্রাধিক এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!