দীর্ঘ ১৩ বছর পর বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছে মংওয়াই চিং ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ফাহিম।শনিবার (১১ জুন) সকালে শহরের অরুন সারকি টাউন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে সম্মেলনকে ঘিরে সকাল থেকে স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহকারে দলে দলে এসে অনুষ্ঠান স্থলে এসে জড়ো হয়। বাংলাদেশ আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু সম্মেলনের উদ্বোধন করেন।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু,বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা,সহসভাপতি শফিকুর রহমান,আবদুর রহিম চৌধুরী,কাজল কান্তি দাশ,ভারপ্রাপ্ত সম্পাদক লক্ষীপদ দাসসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে প্রধান অতিথি বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করেন।
উল্লেখ্য, এর আগে ২০১০ সালে বান্দরবান স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাদেক হোসেন চৌধুরী সভাপতি ও চিং থোয়াই মার্মা সাধারন সম্পাদকের দায়িত্ব পান।