প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে এই প্রতিপাদ্য সামনে রেখে বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।সোমবার (৫ জুন) বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়।দিবস উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয় পরে আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এসময় সিভিল সার্জন ডা.নিহাররঞ্জন নন্দী,অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী,সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা,পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন চৌধুরী,কারিতাস এর প্রোগ্রাম অফিসার রুপনা দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আগামী প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে ব্যাক্ত করেন অতিথিরা।এসময় বক্তারা পরিবেশ বান্ধব বিশ্ব গড়তে প্রত্যেককে গাছ লাগানোসহ পরিবেশের ক্ষতিকারক কাজ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের আহবান জানান।