বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ মে) এই প্রতিযোগিতায় রেইচা উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।দুর্নীতি প্রতিরোধ এবং কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির মহৎ উদ্দেশ্যে নিয়ে গত এক দশক ধরে জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে আসছে দুর্নীতি দমন কমিশন।
এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।জেলা দুর্নীতি প্রতিরোধ প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং মার্মা এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজার এর উপপরিচালক মো.মনিরুল ইসলাম।এছাড়া সহকারী পরিচালক সহকারী পরিচালক রয়েল হোসেন, বান্দরবান জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা,সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোস্তাফিজুর রহমান এসময় উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী চ্যাম্পিয়ন দল এবং শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করেন
অনুষ্ঠানে সরকারি উচ্চ বিদ্যালয়,বালিকা উচ্চ বিদ্যালয়,সাংগু উচ্চ বিদ্যালয়,রেইচা উচ্চ বিদ্যালয়,বিলকিস বেগম উচ্চ বিদ্যালয় এবং আল ফারুক ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।এছাড়াও জেলা দুর্নীতি প্রতিরোধ প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।নির্ভরযোগ্য সুত্রে জানা যায়,এই বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম মংক্যশৈনু নেভী,এডভোকেট মাধবী মারমা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার দে।