বান্দরবানে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে আওয়ামী লীগের মংপু মার্মাকে সভাপতি ও মো. নাছির উদ্দিন কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।মঙ্গলবার (২৩ মে) সকালে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সদর উপজেলা আওয়ামিলীগের সভাপতি পাইহ্লা অং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা।প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লক্ষীপদ দাশ।
এছাড়াও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এয়াকুব চৌধুরী সঞ্চালনায় আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি আব্দুর রহিম চৌধুরী,যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু,অজিত কান্তি দাশ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৌরভ দাশ শেখর,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলন শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনা।পরে ক্ষুদ্র নৃগোষ্ঠি সাংস্কৃতিক ইনষ্টিটিউটের শুরু হয় ত্রি-বাষিক সম্মেলনের আলোচনা সভা।
এসময় বক্তারা বলেন,দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে নতুন সাহসী,নির্বিক ও দলত্যাগী নেতৃত্বে আসতে হবে।তাদের মাধ্যমে আগামীতে আওয়ামিলীগ দলসহ অনান্য দলগুলো সামনে এগোবে। নতুন নেতৃত্বের হাত ধরে ভবিষ্যতে এই আওয়ামিলীগ দল আরো শক্তিশালী রুপে পরিণত হবে।
বক্তারা আরো বলেন,বর্তমান সরকার আমলে যে উন্নয়ন বান্দরবানের সৃষ্টি করেছে তা বিএনপি করতে পারেনি। আগামীতেও তারা পারবে নাহ।তাদের কাজ উন্নয়নের ধারাকে ক্ষতিমুখের ঠেলে দেওয়া।তাই পার্বত্য এলাকায় আরো উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকে শক্তিশালী করতে বীর বাহাদুরকে আগামী নির্বাচনে আবারো জয়ের মুখ দেখতে চাই।তাই সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্ববান জানান।
সভাশেষে সভাপতি পদে পাইহ্লা অং মারমা ও মংপু মারমা প্রতিদ্বন্দ্বিতা করেন।পাইহ্লা অং মারমা ৭৬ ভোট ও মংপু মারমা ১৩৩ ভোট পেয়ে ৫৭ ভোটের ব্যাবধানে সভাপতি পদে মংপু মারমা নির্বাচিত হন।অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নয়জন পদপ্রার্থী অংশগ্রহন করলেও সংগঠনে বিবেচনানুসারে মো. নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।