‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান সদর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২৩ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার (২২ মে) সকালে ফিতা কেটে ও রঙ বেরঙের বেলুন উড়িয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।বান্দরবান এর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সেবা সপ্তাহ এর শুভ উদ্বোধন করেন।এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা,রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) অরুপ রতন সিংহ,সহকারী কমিশনার (ভূমি) নার্গিস সুলতানাসহ বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সদর উপজেলা এর বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি মো.সাইফুল ইসলাম,সকল নাগরিককে সময় মত ভূমিকর পরিশোধ করার জন্য আহবান জানিয়ে বলেন ভূমি মালিকরা ভূমি সংক্রান্ত সব সেবা অনলাইনে গ্রহন করতে পারবেন।ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজের যে নাগরিক অধিকার রয়েছে এটি সবার মাঝে ছড়িয়ে দেয়া এবং জনসাধারনের সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহ-২৩ এর মূল লক্ষ্য।এছাড়াও ভূমিসেবা সপ্তাহ চলাকালীন সময়ে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে।
প্রসঙ্গত,ভূমি সেবাকে সাধারণ মানুষের নিকট আরও সহজলভ্য করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় বেশকিছু সেবা ইতোমধ্যে ডিজিটালাইজেশন করেছে।এসবের মধ্যে উল্লেখযোগ্য ই-নামজারি, অনলাইন/ডিজিটাল ভূমি উন্নয়ন কর,১৬১২২ কলসেন্টার,সোশ্যাল মিডিয়া (www.facebook.com/land.gov.bd) ও কিয়স্কের মাধ্যমে ভূমিসেবা,ডিজিটাল জরিপ,অনলাইনে জলমহালের আবেদন,ল্যান্ড ডাটা ব্যাংক,মর্টগেজ ডাটা ব্যাংক।এসব নানাবিধ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ এর ভূমি সেবাকে স্মার্ট বাংলাদেশে এর ভূমি সেবা ব্যবস্থায় উত্তোরন এর লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।এসব উদ্যোগ মাঠ পর্যায়ে বাস্তবায়নে অগ্রগণ্য ভূমিকা পালন করছে ভূমি মন্ত্রণালয়।যা বাস্তবায়নে উপজেলা ভূমি কার্যালয়গুলো রাখছে গুরুত্বপূর্ন অবদান।