বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত


প্রকাশের সময় :১৬ মার্চ, ২০১৭ ১২:৩২ : পূর্বাহ্ণ 1508 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-“ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও ক্যাব বাংলাদেশের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এসময় প্ল্যাকার্ড ও বান্যার হাতে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।পরে র‌্যালী শেষে বান্দরবান বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা,ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে আহবান করেন।বক্তারা এসময়,ভেজাল ও নকল পণ্য প্রস্তুত এবং ফরমালিনসহ ক্ষতিকর দ্রব্য মিশ্রিত খাদ্যপণ্য ও মেয়াদ উত্তীর্ণ পণ্য ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।র‌্যালী ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার তাহসিন মাসরুপ হোসেন মাশফি,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট রেনু দাস,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রী,সরকারি বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!