বান্দরবানের রোয়াংছড়ির পাহাড় থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (০৮ মে) দুপুরে উপজেলার পাইক্ষ্যং পাড়া এলাকা থেকে এ মরদেহগুলো উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মো.তারিকুল ইসলাম।স্থানীয়রা জানান,সকাল থেকে পাইক্ষ্যং পাড়া এলাকায় পার্বত্য এলাকার দুইটি সশস্ত্র গ্রপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।এতেই নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।আইনশৃঙ্খলা বাহিনী সুত্রে জানা যায়,স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাইক্ষ্যং পাড়া এলাকা থেকে অজ্ঞাত তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।এই বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
তাদের তিনজনই বম সম্প্রদায়ের বলে জানা গেছে।গুলিবিদ্ধরা হলে লাল লিয়ান বম (৩২),সিমলিয়ান থাং বম (৩০),নেমথাং বম (৪৩)।তিনজনই রনিন পাড়া এর বাসিন্দা।এবিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম জানান, পিপিএম জানান মরদেহগুলো ঘটনাস্থল থেকে রোয়াংছড়ি সদর থানায় নিয়ে আসা হচ্ছে।এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।এ ঘটনায় কারা জড়িত এবং কেন এমন ঘটনা ঘটলো তা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।