অনাবৃষ্টি ও অন্যান্য মানবসৃষ্ট কারণে চিম্বুক পাহাড়ের বিভিন্ন পাড়ায় তীব্র পানি সংকটের দেখা দিয়েছে।গত কয়েকদিন ধরে এ নিয়ে সংবাদ পত্র গুলো তে প্রকাশিত হয়েছে খবর। এরই পরিপ্রেক্ষিতে বিষয়টি বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর নজরে আসে। পরে তিনি খবরে উল্লেখিত এলাকাগুলো চিহ্নিত করে সুপেয় পানি বিতরন এর উদ্যোগ নেন।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সার্বিক নির্দেশে গেৎশিমানী পাড়া, মেনলুং পাড়া ও পাবলা হেডম্যান পাড়ায় জনসাধারনের মাঝে সুপেয় বিশুদ্ধ পানি বিতরন করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শেখ আব্দুল্লাহ আল মামুন এসময় উপস্থিত ছিলেন।তিনি জানান, প্রথম দিনে ছয় হাজার লিটার সুপেয় পানি পেয়েছে তিনটি পাড়ার আড়াই শতাধিক পরিবার।
পানি সংকট নিরসন না হওয়া পর্যন্ত জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর নির্দেশে এসব এলাকায় সুপেয় পানি সরবরাহ এর উদ্যোগটি অব্যাহত থাকবে।
বান্দরবান পৌরসভা এর মেয়র (ভাঃ প্রাঃ) সৌরভ দাশ শেখর এই মহতী উদ্যোগটি তে সার্বিক সহযোগিতা করছে বলে জানা গেছে।