বান্দরবান সেনা জোনের মানবিক উদ্যোগে খাবার পানি ও নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার্য পানি পেয়েছে চিম্বুক ও তার পার্শ্ববর্তী এলাকার ভুক্তভোগী জনসাধারণ।গত বুধবার (০৩ এপ্রিল) বান্দরবান সেনা জোনের উদ্যোগে সেনা জোন প্রেরিত একটি টহল দল কর্তৃক বর্তমান সময়ে গ্রীষ্মকালীন পানিশূন্যতায় ভুক্তভোগী চিম্বুক ও পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের মধ্যে সুপেয় ও বাহ্যিক ব্যবহারের জন্য পানি প্রদান করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবের শিকার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য জেলা বান্দরবান।এই অঞ্চলে ঝড়-জলোচ্ছ্বাস,খরার মতো প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে।সেই সঙ্গে বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা।প্রতিনিয়ত পানি নিয়ে এলাকাবাসীর বিভিন্ন অভিযোগ দুর্ভোগ ও পানির তীব্র সংকট দেখে অবশেষে জনগণের এই কঠিন বিপদে পাশে দাঁড়িয়েছে বান্দরবান সেনা জোন।প্রেস বিজ্ঞপ্তি তে সেনা জোন জানিয়েছে,সম্প্রতি নব্য সৃষ্ট কুকিচীন আর্মির দ্বারা চিম্বুক ও তার পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তথা সরকার ও প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা হতে বিচ্ছিন্ন করে রেখেছিল।
তথাপি বান্দরবান সেনা জোনের অকৃত্রিম সাহসিকতায় উক্ত এলাকা সন্ত্রাসী কর্মকাণ্ড হতে মুক্ত করা ও পানি সংকটে ভুক্তভোগী জনগণের কল্যাণের কথা চিন্তা করে জীবন বাজি রেখে দুঃসময়ের পাশে দাঁড়ানোর এই মহান উদ্যোগ গ্রহণ করে বলেও বিজ্ঞপ্তি তে জানানো হয়।সেনা জোনের উদ্যোগে পানিশূন্য এলাকায় সেনাবহরের একটি টহল দল পানির ট্যাংক গাড়িতে করে ভুক্তভোগী জনসাধারণের দ্বারে দ্বারে প্রয়োজনীয় পানি পৌঁছে দেওয়া হয়।
এদিকে বান্দরবান সেনা জোনের এই জনহিতকর কার্যাবলী কে সাধুবাদ জানিয়েছেন বান্দরবান জেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তা।এছাড়াও সৃষ্টিকর্তার আশীর্বাদ বলে অভিহিত করেছেন সুবিধা প্রাপ্ত জনসাধারন।