পর্যটন নগরী বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের নিত্য প্রয়োজনীয় জিনিস সাশ্রয়ী মুল্যে বিক্রয়ের লক্ষে পূরবী বার্মিজ মার্কেটের যাত্রা শুরু হয়েছে।২৯ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় বান্দরবানের মধ্যম পাড়া এলাকায় পূরবী বার্মিজ মার্কেটের উদ্বোধন করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে ও ফলক উম্মোচন করে পূরবী বার্মিজ মার্কেটের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।আঞ্চলিক পরিষদের সদস্য ও পূরবী বার্মিজ মার্কেটের স্বত্ত্বাধিতারী কাজল কান্তি দাশ এর সার্বিক তত্বাবধানে উদ্বোধন আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম (বাচ্চু),সাধারণ সম্পাদক মিনারুল হক,প্রেসক্লাব সদস্য কৌশিক দাসগুপ্তসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিকরা।
এবিষয়ে আঞ্চলিক পরিষদের সদস্য ও পূরবী বার্মিজ মার্কেটের স্বত্ত্বাধিতারী কাজল কান্তি দাশ বলেন,একটি মনোরম ও নান্দনিক পরিবেশে পর্যটক এবং স্থানীয় জনসাধারন যেনো এই মার্কেটটি থেকে সবকিছু সুলভমুল্যে কিনতে পারেন সেই লক্ষে মার্কেটটি যাত্রা শুরু করলো।আধুনিক সুযোগ সুবিধা এবং নিরাপদ একটি স্থাপত্য শৈলীতে মার্কেটটি নির্মান করা হয়েছে।