পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবান গরীব-অসহায় এবং দুঃস্থদের ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়েছে।১৯ এপ্রিল (বুধবার) বিকেলে বান্দরবান সদরের ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে বিজিবি বান্দরবান সেক্টর সদর দপ্তর এর আয়োজনে এই ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়।
এসময় বিজিবি বান্দরবান সেক্টর সদর দপ্তর এর সেক্টর কমান্ডার কর্ণেল আবুল হাসনাৎ মো.শাহরিয়ার ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০০ জন অসহায় এবং দুঃস্থদের হাতে এই ইফতার এবং রাতের খাবার প্রদান করেন।পরে বিশেষ বিবেচনায় আরও একশো নারী-পুরুষ কে ইফতার খাবার বিতরন করা হয়।
বিজিবির এক প্রেস ব্রিফিং এ জানানো হয়,বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় মননীয় প্রধানমন্ত্রী পবিত্র রমজান মাসে সংযম পালন ও কৃচ্ছতা সাধনের পরামর্শ দিয়েছেন।এরই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী এ বছর গণভবনে ইফতার পার্টি বাতিল করেছেন এবং একই সঙ্গে গরীব ও দুঃস্থদের পাশে দাড়ানোর আহবান জানান।মাননীয় প্রধানমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, সদর দপ্তর,পিলখানায় ইফতার পার্টি বাতিল করে রমজান মাসব্যাপী সারাদেশে গরীব,দুঃস্থ ও অসহায় মানুষ এর মাঝে ইফতার সামগ্রী বিতরন এর উদ্যোগ গ্রহন করেছে।
প্রধানমন্ত্রী এবং মহাপরিচালক,বিজিবি এর দিক-নির্দেশনায় বর্ডার গার্ড দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারাদেশে দুঃস্থ ও গরীব অসহায় দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।এরই অংশ হিসেবে বিজিবি বান্দরবান সেক্টর এর ব্যবস্থাপনায় পৌরসভা এলাকার ৭নং ওয়ার্ডের ৩০০জন মুসলিম নর-নারীর মাঝে এই ইফতার এবং রাতের খাবার বিতরণ করা হচ্ছে।প্রেস ব্রিফিং এ আরো জানানো হয়,রোজা সংযমের মাস,এই মাস সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের একটি পবিত্র দায়িত্ব।বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও বিজিবি’র এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় ইফতার সামগ্রী বিতরণকালে বিজিবি বান্দরবান সেক্টর সদর দপ্তর এর ভারপ্রাপ্ত অতিরিক্তি পরিচালক (লজিস্টিকস) ক্যাপ্টেন মো.তসলিম আহমেদ,বান্দরবান প্রেসক্লাবের সদস্য কৌশিক দাপগুপ্তসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,বিজিবি’র বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।