বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী (৬৯) চট্টগ্রাম এর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।এর আগে ১৩ এপ্রিল রাতে তিনি শরীরে জ্বর অনুভব করেন।শুক্রবার (১৪ এপ্রিল) বাদ জুমা তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আই সি ইউ তে ভর্তি করানো হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৬টা ৪০ মিনিটে বান্দরবান জেলা আওয়ামী লীগ এর এই বর্ষিয়ান নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবনে মেয়র মো.ইসলাম বেবী বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।এছাড়াও বান্দরবান জেলা আওয়ামী লীগের সহসভাপতি, যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।টানা দুটি পৌরসভা নির্বাচনে তিনি আওয়ামী লীগ এর সমর্থনে মেয়র নির্বাচিত হন।এছাড়াও মৃত্যুর আগ পর্যন্ত তিনি বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এর দায়িত্ব পালন করছিলেন।
এদিকে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।নির্ভরযোগ্য সুত্রে জানা যায়,শনিবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে বান্দরবান শহরের কেন্দ্রীয় গোরস্তানে তাকে দাফন করা হবে।